Mahishasur Marddini : এই প্রথমবার, সর্বভারতীয় IHC থিয়েটার ফেস্টিভ্যালে দেখানো হবে ‘মহিষাসুরমর্দিনী’

এই প্রথমবার কোনও থিয়েটার ফেস্টিভ্যালে সিনেমা দেখানো হচ্ছে। তাও আবার সেটা ঘটতে চলেছে IHC-র মতো দিল্লির অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ থিয়েটার উৎসবে। হ্যাবিট্যাট ওয়ার্ল্ডের উদ্যোগে দিল্লির Iইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টার শুরু হতে চলেছে IHC থিয়েটার ফেস্টিভ্যাল। সেখানেই ২৭ সেপ্টেম্বর দেখানো হবে ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘মহিষাসুরমর্দিনী’। Read full coverage: CLICK HERE Source: Zee News.